দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ আগস্ট ২০২২
দুই ম্যাচের পারফরম্যান্সে ‘সমালোচনা’ মানতে নারাজ ডোমিঙ্গো

টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ফরম্যাটে ভালো দল বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও খুঁইয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩০৩ এবং দ্বিতীয় ম্যাচে ২৯০ রানের সংগ্রহ গড়েও জয় না পাওয়া টাইগারদের নিয়ে এখন সমালোচনা চারদিকে। টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য সমালোচনা মানতে নারাজ। তার মতে, দুই ম্যাচের পারফরম্যান্সে ওয়ানডে দলের সমালোচনা করা কঠিন।

প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রোববার (৭ আগস্ট) দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ২৯০ রানের সংগ্রহ গড়লেও অধিনায়ক রেগিস চাকাবভার ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে ৫ উিইকেটে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেন, “গত দুইদিনের (দুই ওয়ানডে) পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা কঠিন। বিশেষ করে গত কয়েক বছরে তারা যেমন খেলছে। তবে অনেক কাজ করার বাকি।”

গত দুই ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের তিন ব্যাটারের কাছ থেকে চারটি সেঞ্চুরি আসলেও বাংলাদেশের কোনো ব্যাটার শতকের দেখা পাননি। বিষয়টি অধিনায়ক তামিম ইকবালও আক্ষেপ করেছেন। তামিমের সেই কথা সাথে কোচ রাসেল ডোমিঙ্গোও একমত। একই সাথে কোচিং স্টাফ-সহ সবাই বড় শিক্ষা পেয়েছে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “তারা (জিম্বাবুয়ে) চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্যক্রমে এসব ম্যাচে পয়েন্ট নেই।”

হেরে যাওয়া দুই ম্যাচেই জিম্বাবুয়েকে চাপে ফেলতে পেরেছিল বাংলাদেশ। তবে দক্ষতার সাথে দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। প্রদি ম্যাচে একই ধরনের ভুলে নাখোশ কোচ রাসেল ডোমিঙ্গো।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার এ কোচ বলেন, “দুটি ম্যাচেই ৬০/৩, ৪০/৪ ছিল (জিম্বাবুয়ে), তবে ছেলেরা (বাংলাদেশ) চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।”

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো দল: তামিম

বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো দল: তামিম

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

বাংলাদেশের বিপক্ষে সিকান্দার রাজার টানা দ্বিতীয় শতক 

এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ

এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ