জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমবারের মতো হারের লজ্জা পেয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশ শিবিরে। তবে সেটি আর হয়নি, উল্টো টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁইয়েছে টাইগাররা। যে হারে কোনো অজুহাত না খুঁজে অধিনায়ক তামিম ইকবাল বলে দিলেন- চলমান সিরিজে বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ে ভালো দল।
রোববার সিরিজ হারের পর তামিম বলেন, “জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। এ সিরিজে ওরা আমাদের চেয়ে ভালো দল। আমরা সেরা ক্রিকেট খেলতে পারেনি বলেই এ অবস্থায় পড়েছি।”
সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে বাংলাদেশের বিপক্ষে ৯ বছরের হারের খরা কাটিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ ৩০৩ রানের সংগ্রহ গড়েও জয় নিশ্চিত করতে পারেনি। দলে প্রত্যয় ছিল দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে ফেরা। তবে সেটি আর হয়নি, দ্বিতীয় ম্যাচে ২৯০ রানের সংগ্রহ গড়ে সেই একই ব্যাটার সিকান্দার রাজার অনবদ্য সেঞ্চুরির কাছে হার মেনেছে বাংলাদেশ।
দুই ম্যাচে জিম্বাবুয়ের তিনজনের ব্যাট থেকে চারটি শতকের ইনিংস এসেছে। বিপরীতে বাংলাদেশের ছয় ব্যাটার অর্ধশতকের কোটা পার করতে পারলেও কেউ শতকের ঘরে যেতে পারেননি। অধিনায়ক তামিম ইকবাল দুই দলের মধ্যে ঠিক এখানেই পার্থক্য দেখছেন।
তামিম বলেন, “ওরা (জিম্বাবুয়ে) চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটাও করতে পারেনি। এটাই পার্থক্য। আমরা ভালো সংগ্রহ তুলেছিলাম। শুরুটা ভালো করেছিলাম। কিন্তু কেউ সেটা এগিয়ে নিতে পারিনি। উইকেট শুরু থেকেই ভালো ছিল। যদিও স্পিনের বিপক্ষে ব্যাট করা কিছুটা কঠিন ছিল।”
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ৩০৪ রান ৫ উইকেট হাতে রেখে জিতেছে জিম্বাবুয়ে। ওই ম্যাচে ইনোসেন্ট কায়া এবং সিকান্দার রাজা সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ২৯১ রান তাড়া করে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
এ ম্যাচে রাজার টানা সেঞ্চুরির সাথে অধিনায়ক চাকাভার তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। দুই ব্যাটারের সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় তুলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
স্পোর্টসমেইল২৪/আরএস