তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা মরার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ইনিংসের ১০ম ওভারে ভিক্টর নিয়াচিকে চার মেরে ক্যারিয়ারের ৫৫তম হাফ সেঞ্চুরি করে তুলে নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই স্বাগতিক বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম এদিনও শুরু বেশ মারমুখী খেলা শুরু করেন। নিজের ইনিংসের ৪৩তম বলে জিম্বাবুইয়ান পেসার ভিক্টর নিয়াচিকে চার মেরে ক্যারিয়ারের ৫৫তম হাফ সেঞ্চুরি তুলে নেন। এর আগে প্রথম ওয়ানডেতে করেছিলেন ৫৪তম হাফ সেঞ্চুরি।
পুরো ইনিংসে ১০ চার ও একটি ছক্কা হাঁকান তামিম ইকবাল। অর্থাৎ, তার অর্ধশতকের ৯২ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে। বাকি চার রান রানিং বিটুইন দ্য উইকেটে তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি তামিম ইকবাল। ৪৩তম বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ফিরে যান নিজের ইনিংসের ৪৫তম বলে।
তামিম ও এনামুল হক বিজয়ের ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটির দেখা পায় বাংলাদেশ। তামিম ৫০ করে ফেরার পর বিজয় ফিরেছেন ২০ রানে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর