বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৫ আগস্ট ২০২২
বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৬২ রানে তিন উইকেট হারিয়ে যখন বিপদে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। পরে অবশ্য ঘুরে দাঁড়ানোর রসদ পায় ইননোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার ব্যাটে। দুইজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। কাইয়ার রপ্রথম সেঞ্চুরি হলেও সিকান্দার রাজা দেখা পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতকের।

শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম-লিটন-বিজয়-মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৩০৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বাজে শুরু জানান দিচ্ছিলো ম্যাচ হয়তো সহজেই জিতে যাবে সফরকারীরা। তবে ইননোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে। 

তিন নম্বরে ব্যাট করতে নামা ইননোসেন্ট কাইয়া শুরু থেকেই দেখে শুনে খেলছিলেন। অপরদিকে সিকান্দার ছিলেন মারমুখি ভঙ্গিমায়। তাদের দুইজনের লড়াইয়ে চতুর্থ উইকেট জুটিতে ভেঙেছে জিম্বাবুয়ের সর্বোচ্চ ১৪৮ রানের রেকর্ড। মোসাদ্দেকের বলে ইননোসেন্ট কাইয়া ১১০ রানে ফিরলে ভাঙে রাজা-কাইয়ার ১৯২ রানের জুটি। এটাই এখন চতুর্থ উইকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের জুটি। 

ইনিংসের ৩৯তম ওভারে তাসকিন আহমেদের ওভারে সেঞ্চুরি তুলে নেন দুইজনই। ১১৫তম বলে নিজের ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান ইননোসেন্ট কাইয়া। বিপরীতে মারমুখি ভঙ্গিমায় ব্যাটিং করা সিকান্দার রাজা তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা পেয়েছেন ৮৫তম বলে এসে।

ইননোসেন্ট কাইয়াকে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ৫ম ওয়ানডে খেলতে নেমে। আর সিকান্দার রাজা ১১৫তম ওয়ানডেতে দেখা পেলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির।

সেঞ্চুরি করতে সিকান্দার রাজা আট চারের পাশাপাশি হাঁকিয়েছিলেন ৪ ছক্কা। বিপরীতে কাইয়া ১১ চার ও এক ছক্কায় ছুঁয়ে ফেলেন এই মাইলফলক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন

স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন

তিন বছর পর ওয়ানডে একাদশে বিজয়

তিন বছর পর ওয়ানডে একাদশে বিজয়

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজারি ক্লাবে তামিম