প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের বোলার সিকান্দার রাজাকে চার মেরে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক তামিম।
শুক্রবার (৫ আগস্ট) হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আট হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের দরকার ছিল ৫৭ রান। জিম্বাবুয়ের বোলারদের শুরু থেকেই দেখেশুনে খেলা শুরু করেন তিনি। এতেই পেয়ে যান ক্যারিয়ারের ৫৪তম ওয়ানডে অর্ধশতক।
অর্ধশতক পাওয়ার পর ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খুব বেশি সময় নেননি তামিম। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে চার মেরে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হলেও ওয়ানডেতে আট হাজারি ক্লাবের ৩৩তম সদস্য তামিম ইকবাল। ক্যারিয়ারের ২২৯তম ওয়ানডেতে এসে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আট হাজার রানের মাইলফলক স্পর্শ করে খুব বেশি সময় টিকে থাকতে পারেননি তামিম ইকবাল। ৮৮ বলে ৬২ রান করে সিকান্দার রাজার বলে প্যাভিলিয়নে ফেরত যান অধিনায়ক। এর আগে ওপেনিংয়ে তার অপর সঙ্গী লিটন দাসের সাথে গড়েছিলেন ১১৯ রানের জুটি।
এ নিয়ে ১৩তম বারের মতো ওপেনিংয়ে শতরানের জুটির অংশ হলেন তামিম। আর লিটন দাসের সাথে এই নিয়ে চতুর্থবার ওপেনিংয়ে শতরানের জুটি গড়েছেন। উদ্বোধনী জুটিতে এখন পর্যন্ত ২২ টি শতরানের জুটি করেছে বাংলাদেশ। তার মধ্যে ১৩টিতেই আছে তামিম ইকবালের নাম।
ওয়ানডে ক্যারিয়ারে ২২৯ ম্যাচে ৩৭.০৬ গড়ে এখন পর্যন্ত ৮ হাজার ৫ রান করেছেন তামিম ইকবাল। তার ব্যাটে এসেছে ১৪ সেঞ্চুরি ও ৫৪ হাফ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর