ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিশ্ব রেকর্ড ১১৩৮ রান করে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছিলেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা বিজয় ক্যারিবিয়ানে ওয়ানডে খেলার সুযোগ পাননি। ওয়ানডে খেলার সেই অপেক্ষা ঘুচেছে জিম্বাবুয়েতে।
২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলে দল থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়। সেই সময় ব্যাট হাতে রান পেতে বেশ ভুগতে হয়েছিল তাকে। তাতেই দল থেকে বাদ পড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাদ পড়ার তিন বছর পর ২০২২ সালে এসে পুনরায় জাতীয় দলে ডাক পান।
ডিপিএলের ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ১১৩৮ রান করে ক্যারিবিয়ান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পান তিনি। ওই সফরে ইয়াসির আলি রাব্বির চোটে টেস্ট স্কোয়াডেও সুযোগ পান। ক্যারিবিয়ান সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে সাইড বেঞ্চে থাকতে হয়েছিল তাকে।
তবে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েন তিন নম্বরে খেলা নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাট করবেন এনামুল হক বিজয়।
ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। এই সময়ে ৩০.০৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০৩৫ রান। রঙিন পোশাকের দীর্ঘতম ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর