‘ভুল শুধরে’ জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ পিএম, ০৪ আগস্ট ২০২২
‘ভুল শুধরে’ জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান তামিম ইকবাল

ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জয় দিয়ে শুরু করতে চান অধিনায়ক তামিম ইকবাল। একই সাথে স্বাগতিকদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও নির্দিষ্ট দিনে নিজেদের ভুল সুধরে খেলার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরেজের প্রথম ম্যাচটি শুক্রবার (৫ আগস্ট) শুরু করে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। টি-টোয়েন্টি সিরিজের ন্যায় ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা হবে।

সিরিজের প্রথম ওয়ানডে সামনে রেখে বৃহস্পতিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হয়ে তামিম ইকবাল বলেন, “নরমালি এখানে (হারারে স্পোর্টস ক্লাব) উইকেট ভালো থাকে। একটু চ্যালেঞ্জিং হয় যখন ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হয়, যখন ব্যাটিং করেন। প্রবাবলি এক-দেড় ঘণ্টা একটু চ্যালেঞ্জিং থাকে, এছাড়া নরমান ব্যাটিং।”

ম্যাচের আগের দিন হারারে স্পোর্টস ক্লাবের উইকেট দেখেছেন তামিম ইকবাল। উইকেট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, “একটা জিনিস, প্রথম ম্যাচটি মাঠের কর্নারের উইকেটে খেলা হবে। ফলে একটা সাইট বেশি থাকবে। তবে এটা দু’দলের জন্য চ্যালেঞ্জ। আমারদের একার না।”

এবারর সফরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের লজ্জার পর ওয়ানডে সিরিজ শুরু করছে টাইগাররা।

ওয়ানডে ম্যাচের প্ল্যান নিয়ে তামিম বলেন, “আমি আশার আগে একটা কথা বলেছিলাম, যদি দল হিসেব করেন আমরা ব্যাটার। তবে নির্দিষ্ট দিনে মাঠে কে ভালো খেলছে -এটা জয়ে ভূমিকার রাখে। প্ল্যানিং এটাই থাকবে যে, এতদিন যে জিনিসগুলো ভুল করছিলাম সেগুলোকে ঠিক করা। প্রসেসটা ঠিক রাখা এবং কঠিন সময়েও যেন আমরা জিততে পারি।”

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিতেও টস জিততে পারেনি বাংলাদেশ। তবে ওয়ানেড সিরিজে টস নিয়ে খুব একটা ভাবছেন না টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, “টস একটি বিষয়, তবে এটা কারো হাতে নেই। জিতলে খুশি হবো, তবে হারলেও অখুশি নই। উইকেট খুব ভালো মনে হয়েছে। টস গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা শুধু এটা নিয়ে ভাবছি না।”

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার বিষয়ে জানতেন না বোর্ড সভাপতি

রিয়াদকে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার বিষয়ে জানতেন না বোর্ড সভাপতি