আইসিসির জরিমানার কবলে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২২
আইসিসির জরিমানার কবলে ভারত

পোর্ট অব স্পেনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিতও করেছে। ওই ম্যাচ চলাকালীনই দুঃসংবাদ শুনেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় জরিমানা করা হয়েছে পুরো ভারতীয় দলকে।

রোববার (২৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা ভারতের লক্ষ্য ছিল সিরিজ জয় নিশ্চিত করা। করেছেও তাই, তবে ম্যাচ চলাকালীনই আইসিসি থেকে জানানো হয়েছে প্রথম ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় পুরো দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩০৮ রান তোলে শিখর ধাওয়ান বাহিনী। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৫ রানে থামে ক্যারিবিয়ানরা। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল ভারতীয় দল।

তাই আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী ভারতীয় দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। প্রথম ওয়ানডে শেষে ভারতীয় দলের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান আম্পায়াররা।

আরও পড়ুন- ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

সেই অভিযোগের শুনানিতে অধিনায়ক শিখর ধাওয়ানকে ডাকা হয়েছিল। তবে অভিযোগ স্বীকার করে নেওয়া আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির শাস্তি ঘোষণার বিষয়টি অবশ্য মলিন হয়েছে ভারতীয় দলের জয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে শিখর ধাওয়ান বাহিনী। এই নিয়ে ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

জার্সি স্পনসরের কাছে বিসিসিআইয়ের পাওনা ৮৬ কোটি রুপি

জার্সি স্পনসরের কাছে বিসিসিআইয়ের পাওনা ৮৬ কোটি রুপি

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী