অক্ষর প্যাটেলের ৩৫ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় ভারত। এই জয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করেছে তারা। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১২তম সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এতেই পিছনে পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টানা ১১ সিরিজ জয়ের রেকর্ড।
সর্বশেষ ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। ৫ ম্যাচের ওই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন দলটির বর্তমান কোচ রাহুল দ্রাবিড়।
ওই সিরিজের পার আর কখনই ভারতের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে টানা ১২বার ওয়ানডে সিরিজ হারলো তারা।
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান টানা ১১ সিরিজ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ হারেনি পাকিস্তান দল। ১৯৯৫ সালে দলটির বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল পাকিস্তান। এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বোচ্চ ফলাফল।
আরও পড়ুন- ওয়ানডেতে তামিমের ছক্কার নতুন রেকর্ড
রোববার (২৫ জুলাই) পোর্ট অব স্পেনে শাই হোপের সেঞ্চুরিতে ৩১১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে প্রায় হেরেই গিয়েছিল। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ৬৪ রানে ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার মিশনে নামবে তারা। বিপরীতে ঘরের মাঠে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর