বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেও ফল হলো না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২২
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেও ফল হলো না

প্রকৃতির চোখ রাঙানি উপেক্ষা করে মাঠে গড়িয়েছিল খেলা। ওভার কমিয়ে টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুও করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত আর খেলা সম্ভব হয়নি। বৃষ্টি কারণে পরিত্যক্ত হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

সিরিজের প্রথম ম্যাচ ৬২ রানে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় ওয়ানডেতে ১১৮ রানে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ফলে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেটি দাঁড়িয়েছিল অলিখিত ফাইনালে। তবে বৃষ্টিতে ভেসে যাওয়া ফাইনালে সময়তায় শেষ হয়েছে সিরিজ।

বাংলাদেশ সময় রোববার (২৪ জুলাই) দিনগত রাতে লিডসে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে না পারায় ম্যাচটি ৪৫ ওভারে নেমে আসে। তাতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।

ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ রান করে বিদায় নেন প্রোটিয়া ওপেনার জানেমান মালান। দ্বিতীয় উইকেটে জুটিতে ৬৯ বলে ৭৫ রান যোগ করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেন। ব্যক্তিগত ২৬ রানে ডুসেন থামলেও চার নম্বরে নামা আইডেন মার্করামকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডি কক।

ব্যাট হাতে ইংল্যান্ড বোলারদের শাসন করতে থাকলেও থামতে হয় দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির কারণে ২৭ দশমিক ৪ ওভারের পর বন্ধ হয়ে যায় খেলা। ওই সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৯। পরবর্তীতে আর খেলা শুরু না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১৩ চারে ৭৬ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। ২৪ রানে অপরাজিত ছিলেন মার্করাম। ইংল্যান্ডের ডেভিড উইলি ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন। ১-১ জয়ে শেষ হওয়া সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন। ১টি সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৬০ রান করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

১৮ বছর পর প্রথম শ্রেণির এক ইনিংসে ৪’শ রান

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার