অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা ৩ উইকেটে হারিয়েছে অসিদের। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
লন্ডনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পাইন। ব্যাট হাতে ৯০ রানের বিনিময়ে ৫ উইকেট হারিয়ে বসে অসিরা। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরে ৮৪ রান যোগ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন আগার। ম্যাক্সওয়েল হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেও ৪০ রান করে বিদায় নেন আগার।
চারটি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৬২ রানে থামেন ম্যাক্সওয়েল। তারপরও ৩ ওভার বাকি থাকতে ২১৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম প্লাংকেট ৩টি করে উইকেট নেন।
জবাবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ডও। ৩৮ রানে ৩ উইকেট হারায় তারাও। তবে টেস্ট অধিনায়ক জো রুট ও ওয়ানডে দলপতি ইয়োইন মরগানের জোড়া হাফ-সেঞ্চুরিতে জয়ের পথ পেয়ে যায় ইংলিশরা। তবে দলীয় ১৬৩ রানের মধ্যে রুট ও মরগান ফিরে গেলে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। মরগান ১১টি চারে ৭৪ বলে ৬৯ ও রুট ৪টি চারে ৭১ বলে ৫০ রান করেন রুট।
শেষদিকে, ডেভিড উইলির ৪১ বলে অপরাজিত ৩৫ রানে ৬ ওভার বাকি জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ড মঈন আলী।
আগামী ১৬ জুন কার্ডিফে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।