ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ২০ জুলাই ২০২২
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ দুই ম্যাচে দারুণ খেলায় স্বাভাবিকভাবেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে টাইগারদের দুই ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে যথাক্রমে ৫০* ও ৩৪ রান করেছিলেন তামিম ইকবাল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে ধারাবাহিকতা রেখে সিরিজ সেরা নির্বাচিত হওয়া তামিম ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই ধাপ। বর্তমানে ব্যাটারদের তালিকায় ১৭তম স্থানে আছেন তিনি।

ব্যাট হাতে শেষ দুই ওয়ানডেতে উজ্জ্বল ছিল লিটন দাসের ব্যাটও। ৩২ ও ৫০ রানের দুই ইনিংসের পর তিনিও এগিয়েছেন দুই ধাপ। বর্তমানে ব্যাটারদের তালিকায় ৩০তম স্থানে আছেন তিনি। তার ঠিক উপরে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পবিত্র হজ পালনের উদ্দেশে ছুটি নেওয়া মুশফিকুর রহিম ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন দুই ধাপ। অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের সাথে যৌথভাবে ১৮তম স্থানে আছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি কোনো ক্রিকেটারের অবস্থানে আসেনি কোনো পরিবর্তন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬ নম্বরে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

দেশে ফিরলে মাহমুদউল্লাহ’র সাথে বসবেন নাজমুল হাসান

দেশে ফিরলে মাহমুদউল্লাহ’র সাথে বসবেন নাজমুল হাসান

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল