ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদ্যসের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্রাম থেকে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার পর থেকেই বিশ্রামে ছিলেন হোল্ডার। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই ছিলেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে রোমারিও শেফার্ড ও অ্যান্ডারসন ফিলিপকে বাদ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। দু’জনেই বেশ বাজে সিরিজ কাটিয়েছেন টাইগারদের বিপক্ষে।
তিন ম্যাচ শেফার্ড ব্যাট হাতে সর্বসাকুল্যে ৩৮ রান করেছেন, উইকেটও পাননি এক ম্যাচেও। অন্যদিকে প্রথম ম্যাচের পর আর একাদশেই সুযোগ পাননি ফিলিপ। ওই ম্যাচেও কোনো উইকেট পাননি এই পেসার।
কোহলি-বুমরাহকে ছাড়াই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি খেলবে ভারত
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভয়াবহ বাজে সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বিপক্ষে সদ্য শেষ হওয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে নিকোলাস পুরানের দল।
তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের হতাশা ঝেড়ে ঘুরে দাড়াবে ওয়েস্ট ইন্ডিজ, আশা করছেন দলটির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স।
বলেন, “বাংলাদেশের বিপক্ষে গায়ানায় খুব চ্যালেঞ্জিং সিরিজ গেল আমাদের, তবে ত্রিনিদাদের কন্ডিশনে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকব আমরা। ক্রিকেটারদের বেশ কজনেরই অনেক উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে আমাদের আরও গুছিয়ে উঠতে হবে এবং ভারতের বিপক্ষে আরও ভালো খেলতে হবে।”
ক্যারিবীয়দের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
সর্বশেষে ১৪ ম্যাচে মাত্র চার ম্যাচেই জয়ে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজ সহ শেষ ছয় ম্যাচের জয় নামক সোনার হরিণের খোঁজ পায়নি তারা।
চলতি বছরের ২২ জুলাই ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৪ ও ২৭ জুলাই একই ভেন্যুতে বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দল দু’টি।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি