প্রথম দুই ম্যাচের মতো আজকেও শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। তবে ১৬ রানে তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন নিকোলাস পুরান-কিছি কার্টি।
৮৩ রানে কার্টিকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন স্পিনার নাসুম। ২৬.৫ ওভারে মিড অনে দাড়ানোর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ৩৩ রানে ফিরে যান কার্টি।
এর আগে দলীয় ৯ রানে স্বাগতিক ওপেনার ব্রেন্ডন কিংকে সরাসরি বোল্ড করেন এই ম্যাচেই আড়াই বছর পর ওয়ানডে একাদশে ফেরা স্পিনার তাইজুল ইসলাম।
ছয় রানের ব্যবধানে আবারও সেই তাইজুল! এবার ফেরান উইকেটরক্ষক ব্যাটার শাই হোপকে। তার দারুণ এক ডেলিভারিতে অসধারণ স্টাম্পিংয়ে দলীয় ১৫ রানে ড্রেসিংরুমে ফেরেন হোপ।
এক রানের ব্যবধানে শামারহ ব্রুকসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই পিছিয়ে দেন আজকের বাংলাদেশ একাদশের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। ফিজের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফিরে যান ব্রুকস।
এরপর পুরান ও কার্টি মিলে ৬৭ রানের জুটি পড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিলেও বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রানের গতি বাড়েনি। ৮৩ রানে নাসুম কার্টিকে ফিরিয়ে দিলে আবারও ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩১.৩ ওভারে চার উইকেটের বিনিময়ে ৯৩ রান। স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরান অপরাজিত আছেন ৩৯ রানে ও সদ্য উইকেটে আসা রভম্যান পাওয়েল আছেন চার রানে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি