টানা তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
দ্বিতীয় ম্যাচ জেতার পর শেষ ম্যাচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে সেরকম কিছু হয়নি। শুধুমাত্র বাহাতি পেসার শরিফুলের জায়গায় একাদশে ফিরেছেন স্পিনার তাইজুল ইসমাল।
বাংলাদেশ আজ মাঠে নামছে এক পেসার নিয়ে। সর্বশেষ ২০১২ সালের ৮ ডিসেম্বর মিরপুরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এক পেসার নিয়ে খেলেছিল টাইগাররা।
প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে অলআউট করেছিল বাংলাদেশ। পরে নিজেরা ব্যাট করে সহজেই টপকে গেছে স্বাগতিকদের দেওয়া লক্ষ্য। আজও সেরকম লক্ষ্য নিয়েই মাঠে নামবে তামিম ইকবালের দল।
স্বাগতিকদের দলেও এক পরিবর্তন আনা হয়েছে। ওপেনার কায়াল মায়ার্সের জায়গায় একাদশে এসেছেন কেছি কার্টি। ইতিমধ্যে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ এড়াতে আজকে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, কিসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুড়াকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি