ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ সাবেক অধিনায়ক বিরাট কোহলি। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে কোহলির ব্যাটই অন্যতম ভরসা দলটির। অথচ সেই কোহলিই যেন এখন দলের বোঝা হয়ে গেছেন।
ভারতীয় ক্রিকেট মহলেই কোহলিকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন সবাই। কপিল দেব তো সরাসরি দল থেকেই বাদ দিতে বলেছেন। চলতি ইংল্যান্ড সিরিজেও এখন পর্যন্ত ব্যাট হাসেনি!
এমনকি গতকাল দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় অন্যরা যখন দ্রুত ফিরে যাচ্ছিল তখন তাকেই বেশি প্রয়োজন ছিল দলের। অথচ মাত্র ১৬ রানেই পুরোনো রোগ, অফ স্টাম্পের বাইরে খোচা দিয়ে দলকে আরো বিপদেই রেখে চলে যান।
অথচ কোহলিকে ঘিরে চলা সমালোচনা যেন মানতেই পারছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। তিনি যারপরানাই অবাক হয়েছেন! কোহলির দলকে কাল ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।
কোহলির দুঃসময়ে বাবর আজমের অভয়
ম্যাচ শেষে কোহলির অফফর্মকে ঘিরে চলমান সমালোচনা নিয়ে কথা বলেন বাটলার। বলেন, “হ্যাঁ, অবিশ্বাস্য রকমের বিস্মিত। যেমনটি বলেছি, তার রেকর্ডই তো তার হয়ে কথা বলে। ভারতকে যত ম্যাচ সে জিতিয়েছে… তার পর তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে!”
কোহলিই প্রমান করছেন আপনি যত বড় ব্যাটারই হন, খারাপ সময় আসবেই। খুব দ্রুতই বড় ইনিংস খেলবেন কোহলি মনে করেন বাটলার। শুধু আশা করছেন সেটা যেন তাদের (ইংল্যান্ড) বিপক্ষে না হয়।
“অনেক বছর ধরেই সে অসাধারণ এক ক্রিকেটার। তাকে দিয়ে আরেকবার প্রমাণ হয়, ব্যাটসম্যানদের এমন ফর্ম আসে, যখন সে যতটা ভালো, ততটা পারফর্ম করতে পারে না। তবে প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে আমি তো নিশ্চিতভাবেই জানি, তার মানের একজন ব্যাটসম্যানের বড় একটি ইনিংস প্রাপ্য হয়ে গেছে। স্রেফ আশা করতে পারি, আমাদের বিপক্ষে যেন না আসে” যোগ করেন বাটলার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি