তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য ছিল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ভাগ্যে। দ্বিতীয় ওয়ানডেতেও তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পথেই হাঁটেন অধিনায়ক। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলাররা রেখেছেন অধিনায়কের মান। টাইগারদের বোলিং তোপে মাত্র ১০৮ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে এদিন জায়গা পাননি আগের দিনে দারুণ বোলিং করা তাসকিন আহমেদ। মূলত অতিরিক্ত ব্যাটার খেলানোর জন্যই একাদশে তাকে রাখেনি বাংলাদেশ দল।
তবে তাসকিনের ওই অভাব বোধ করতে দেননি ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা নাসুম আহমেদ। নিজের কোটার পুরোটা বোলিং করে ১৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
অভিষেক ম্যাচে রিভিউয়ের ফাঁদে পড়ে নিশ্চিত উইকেটটা মিস করেন নাসুম আহমেদ। দ্বিতীয় ম্যাচেও অবশ্য প্রথমে ওই রিভিউয়ের ফাঁদেই পড়েছিলেন। কিন্তু পরে আর রিভিউ নেওয়ার সুযোগই তৈরি করেননি। তার নেওয়া তিন উইকেটের দুইটিই বোল্ড আর বাকিটি ছিল ক্যাচ আউট।
নাসুমের বোলিং তোপে চাপে পড়া উইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে ওপেনার কিমো পলের ব্যাট থেকে। এছাড়াও ওপেনার শাই হোপ করেন ১৮ রান। ওয়ানডেতে মিরাজকে সামলাতে হিমশিম খাওয়া মায়ার্স অবশ্য এদিনে আরেক অফ স্পিনার মোসাদ্দেকের বলে হয়েছেন বোল্ড আউট।
বাংলাদেশের হয় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। তিনি চার উইকেট বাগিয়ে নিতে শিকার করেন ২৯ রান। এছাড়াও একটি করে উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন ও পেসার শরিফুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর