তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছিল বাংলাদেশি বোলাররা। এতেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেও বাংলাদেশি বোলারদের তোপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে বললে টাইগার স্পিনাররা উইন্ডিজদের কাছে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।
বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রভিডেন্ডস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল হাতে উইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশি বোলাররা। দলকে প্রথম সাফল্য এনে দেন এক বছর ওয়ানডে খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত।
পরে সেই তালিকায় যুক্ত হন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা নাসুম আহমেদ। শামারাহ ব্রুকসকে বানান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শিকার। প্রথম ম্যাচে রিভিউয়ের ফাঁদে পড়ে উইকেট না পাওয়া নাসুম যেন সেই আক্ষেপ ঘোচাতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন।
ব্রুকসের পরের বলেই নাসুমের দ্বিতীয় শিকারে পরিণত হন নিকোলাস পুরান। গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন উইন্ডিজ কাপ্তান। প্রথম ওয়ানডেতে এই নাসুমের বলেই লেগ বিফোর ও রান আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান। তবে দ্বিতীয় ওয়ানডেতে আর সেই সুযোগ হয়নি, হয়েছেন সরাসরি বোল্ড আউট।
পরে আরও একবার উইন্ডিজ ডেরায় আঘাত হেনেছিলেন নাসুম। এবার ওপেনার শাই হোপকে ফিরিয়েছেন তিনি। নাসুম ছাড়াও মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট। আর আকিল হোসেন প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান। ক্রিজে আছেন কিমো পল ও রোমারিও শেফার্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর