প্রথম ওয়ানডে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে রয়েছে এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
রোববার (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। বুধবার (১৩ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতেও একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে উইন্ডিজ সফরে প্রথমবারের মতো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
আগের ম্যাচে তিন পেসার নিয়ে সাফল্য পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে বাড়িয়ে নিয়েছে একটি ব্যাটিং অপশন। এই কারণেই একাদশে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছিলেন তিনি। প্রায় এক বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন এই অলরাউন্ডার।
সিরিজে ফেরার মিশনে ওয়েস্ট ইন্ডিজ একাদশেও এসেছে দুই পরিবর্তন। জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন আলজারি জোসেফ ও কিমো পল।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর