তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মারা।
জসপ্রিত বুহমরা এবং মোহাম্মদ শামির বোলিংয়ে ২৫.২ ওভারেই মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১৮.৪ ওভারে অধিনায়ক রোহিম শর্মা ও শিখর দেওয়ানের ওপেনিং জুটিতেই জয় তুলে নেয় ভারত।
মঙ্গলবার (১২ জুলাই) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে বুমরাহ এবং শামি। দু'জনের বোলিং তোপে ৫০ ওভারের ম্যাচে মাত্র ২৫.২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান জস বাটলার। মঈল আলি ১৪, ডেভিড ইয়ং ২১ এবং শেষ দিকে ব্রাইডন কার্স ১৫ রান করেন। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে। ভারতের বোলিং তোপে ইংলিশদের চার ব্যাটার সাজঘরে ফিরেছেন খালি হাতে।
ভারতের পক্ষে বল হাতে ৭.২ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়া মোহাম্মদ শামি শিকার করেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে অধিনায়ক রোহিম শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ এবং শিখর দেওয়ান ৫৪ বলে ৩১ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে আসে ৭ রান। ইংলিশদের লজ্জাজনক পরাজয়ের স্বাদ দেওয়ায় বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন বুমরাহ।
স্পোর্টসমেইল২৪/আরএস