সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাসুম আহমেদ। এতোদিন তার পদচারণা ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে থাকলেও এবার ওয়ানডে ক্রিকেটে সুযোগ পেয়েছেন তিনি। বাংলাদেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
রোববার (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচ খেলছেন তিনি। শুধু তাই নয়, অভিষেক ম্যাচে ম্যাচের প্রথম ওভারে বোলিংও করেছেন এই ক্রিকেটার।
বাংলাদেশ দলের হয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২২ ম্যাচ খেলেছেন নাসুম। এই সময়ে তার শিকার ছিল ২৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ম্যাচ সিরিজের শেষ দুই টি- টোয়েন্টিতে খেলেছেন তিনি। এই দুই ম্যাচে তার শিকার ছিল ২ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে দেরিতে অভিষেক হলেও নাসুমের লিস্ট ‘এ’ ক্যারিয়ার বেশ সমৃদ্ধই বলা যায়। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫৩ ম্যাচে ২৩.৭১ গড়ে শিকার করেছেন ৭০ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন একবার। চার উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিন বার।
উইন্ডিজ সফরে নাসুম নিজের প্রথম ওয়ানডে খেলার সুযোগ পেলেও এনামুল হক বিজয় পাননি প্রত্যাবর্তনের সুযোগ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে ফরম্যাটেই রেকর্ড গড়ে জাতীয় দলের দরজা খোলে তার জন্য। এই ফরম্যাটেই তাকে প্রত্যাবর্তনের সুযোগ দেয়নি বাংলাদেশ দল। অবশ্য নিজের প্রত্যাবর্তনের জন্য আরও দু’টি সুযোগ পাচ্ছেন বিজয়।
বাংলাদেশ দলের মতো ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছে এক অভিষেক। বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ওয়ানডে খেলছেন ক্যারিবিয়ান স্পিনার গুদাকেশ মতি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর