বৃষ্টি ভেজা মাঠে টসে বিলম্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ জুলাই ২০২২
বৃষ্টি ভেজা মাঠে টসে বিলম্ব

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হানা দিয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টস। এখনও নির্ধারিত হয়নি টসের সময়।

ক্যারিবিয়ান সাগরে থাকা ঝড়ের কারণে টি-টোয়েন্টি সিরিজে ছিল বৃষ্টির প্রভাব। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এবার সেই প্রভাব দেখা গিয়েছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও।

রোববার (১০ জুলাই) গায়ানার প্রভিডেন্স পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের দিন সকাল থেকে ছিল বৃষ্টি। অবশ্য আগের দিন শনিবার (৯ জুলাই) বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল।

রোববার ম্যাচ ভেন্যুতে অনেক আগেই বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে পারেনি মাঠ কর্মীরা। ইতিমধ্যেই তিনবার মাঠ পরিদর্শন করেও খেলার শুরুর সময় নির্ধারণ করতে পারেনি ম্যাচ অফিসিয়ালরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ১৬ বছরের মধ্যে প্রথমবার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের যেকোনো একজনকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ। পারিবারকে সময় দিতে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আর পবিত্র হজ পালন করার জন্য নেই মুশফিকুর রহিম।

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ বারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তামিম ইকবাল বাহিনী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

করোনার হানায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এক পরিবর্তন

করোনার হানায় ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এক পরিবর্তন

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগারদের ঈদ উদযাপন

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগারদের ঈদ উদযাপন

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’