বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছে করোনা। পেসার কিমো পল আক্রান্ত হয়েছেন করোনায়।
করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই কিমোকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আইসোলেশনে থাকায় ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না এই ক্যারিবিয়ান পেসারের।
পলের বদলি হিসেবে রোমারিও শেফার্ডেক দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিমো পলের করোনা আক্রান্ত ও শেফার্ডের দলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন শেফার্ড। তিনি মূল দলে ঢুকে যাওয়ায় ওডেন স্মিথকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
শেফার্ড বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ একাদশে ছিলেন। বল হাতে যথেষ্ট ভালোও করেছেন তিনি।
সদ্য বাংলাদেশের বিপক্ষে জেতা টি-টোয়েন্টি সিরিজেই ক্যারিয়ার সেরা (২১/৩) বোলিং করেছেন তিনি। একই সাথে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে যথেষ্ট কার্যকরী শেফার্ড।
২০১৯ সালে অভিষেক হওয়া শেফার্ড এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এ সময়ে তার সংগ্রহ ৯ উইকেট। অন্যদিকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ২৫ উইকেট।
রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গায়ানাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর