ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি জিম্বাবুয়ে সফরেরও থাকবেন না এই অলরাউন্ডার। তার না থাকা একাদশে একজন বাড়তি ব্যাটার কিংবা বোলার খেলানোর সুযোগ কমে যায় বাংলাদেশের জন্য। তবে বিষয়টি নিয়ে বেশ কড়া উত্তরই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, সাকিবের মতো আরও দুই-তিনজন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো উঠতো না।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। গুঞ্জন সত্যি হয়েছে, সাকিব ফিরে গেছেন মার্কিন মুলুকে পরিবারের কাছে।
ওয়ানডে সিরিজের আগে সাকিবের না থাকা নিয়ে খুব বেশিকিছু ভাবতে নারাজ অধিনায়ক তামিম ইকবাল। বরং, সাকিবের মতো দুই-তিনটা অলরাউন্ডার থাকলে এই আলোচনা হতো না বলে জানান তিনি।
বলেন, “স্বাভাবিকভাবে বাংলাদেশে খুব বেশী পুরোপুরি অলরাউন্ডার নেই; সে কারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের উত্তর দিতে হয়। আপনাদেরও একই প্রশ্ন করতে হয়। আমাদের যদিও ২-৩ টা অলরাউন্ডার থাকতো যারা ৫০-৫০ বা ৬০-৪০ তাহলে এই প্রশ্নগুলো উঠতো না।”
সাকিবের এই ছুটি নেওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন তামিম। তার মতে ইনজুরির মতো ক্রিকেটারদের বিরতি নেওয়ারও দরকার আছে। বলেন, “ক্রিকেটারদের ইনজুরি থাকতে পারে, বিরতি দরকার হতেই পারে।”
সাকিব না থাকলেও একাদশ সাজাতে একটু অসুবিধাই হয় বাংলাদেশি অধিনায়কদের। তবে সেই অসুবিধাকে মাথায় রাখতে নারাজ ওয়ানডে কাপ্তান। বরং, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়েই নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে চান তিনি।
বলেন, “কিন্তু সত্য কথা হল, যে স্কোয়াড আছে ঐ স্কোয়াড থেকেই আপনাকে সেরা একাদশ নিশ্চিত করে খেলতে হবে। চেষ্টা থাকবে আমার কাছে যারা আছে তাদের মধ্য থেকে সেরা একটা দল যেন গড়তে পারি। আমরা সেটাই চেষ্টা করছি।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর