যে কারণে বাবরের চোখে ‘ম্যাচ সেরা’ খুশদিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ জুন ২০২২
যে কারণে বাবরের চোখে ‘ম্যাচ সেরা’ খুশদিল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাবর আজমের সেঞ্চুরি ও খুশদিল শাহর ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ভর করে চার বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখা বাবর নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। কিন্তু পাকিস্তান অধিনায়কের চোখে ম্যাচ সেরা খুশদিল শাহ।

বুধবার (৯ জুন) মুলতানে সিরিজের প্রথম ওয়ানডে জিততে শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। এমন অবস্থায় ৪৯তম ওভারে বোলিংয়ে আসেন ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড। 

শেফার্ডের করা ওভারে পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ মিলে তোলেন ১৫ রান। একাই ১৪ রান করেন খুশদিল শাহ।

শেষ দিকে খুশদিলের এই ঝড়ো ব্যাটিংয়ে (২৩ বলে ৪১) চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। খুশদিলের এই অতিমানবীয় পারফর্মেন্সে মন ভরেছে অধিনায়ক বাবর আজমের। তার হাতে তুলে দিয়েছেন নিজের ম্যাচ সেরার পুরষ্কার।

খুশদিলের হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দিয়ে বাবর আজম বলেন, “অসাধারণ ব্যাটিংয়ের জন্য পুরস্কারটা তাকে দিতে চাই। রান তাড়ার পরিকল্পনায় আমাদের লক্ষ্যটা ছিল পরিষ্কার।”

খুব দ্রুত রান তোলার পরিকল্পনাতে আগাচ্ছিলো পাকিস্তান, তা অবশ্য বাবরের ব্যাটিং দেখেই অনুমান করা যাচ্ছিলো। হাফ সেঞ্চুরি পেতে ৫৯ বল খেললেও সেঞ্চুরিতে পৌঁছাতে তার লেগেছিল মাত্র ৪৪ বল।

দীর্ঘ ১৪ বছর পর মুলতানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রত্যাবর্তনের এই ম্যাচের আগে আলোচনায় ছিল তীব্র গরম। সেই ভয় কাটিয়ে ম্যাচটা জিতে মুলতানের প্রত্যাবর্তনটাকেই স্মরণীয় করে রেখেছে পাকিস্তান।

মুলতানের অতিরিক্ত গরম নিয়ে কোনো অভিযোগ নেই বাবরের। বরং বাস্তবতা মেনে নিয়েই খেলেছেন জানিয়ে বলেন, “যেকোনো সিরিজ নিয়েই প্রস্তুতি থাকে। আমাদেরও গরম নিয়ে প্রস্তুতি ছিল। এর আগে আমরা এর চেয়েও কঠিন কন্ডিশনে খেলেছি।”

এক ম্যাচে রেকর্ডের ছাড়াছড়ি বাবরের

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের কৃতিত্ব দলের সব ক্রিকেটারকেই দিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, “এটা আসলেই মুলতানের দর্শকদের মন জয় করা পারফর্মেন্স ছিল। আমার দলের সব সদস্যই চ্যাম্পিয়ন এবং আমরা সবাই এক হয়ে পারফর্ম করেছি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবরের রেকর্ডে উইন্ডিজদের সহজে হারালো পাকিস্তান

বাবরের রেকর্ডে উইন্ডিজদের সহজে হারালো পাকিস্তান

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

হাফিজ-মালিকের মতো দীর্ঘ ক্যারিয়ারে বাবরের মতো হতে চান কাশিম আকরাম

তিন ফরম্যাটেই নাম্বান ওয়ান হতে চান বাবর আজম

তিন ফরম্যাটেই নাম্বান ওয়ান হতে চান বাবর আজম