বাছাইপর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেই সময়ই চূড়ান্ত হয়েছিল আইসিসি উইমনেস চ্যাম্পিয়নশিপের পরের চক্রে জায়গা পাবে বাংলাদেশের নারীরা। এই টুর্নামেন্টে কোনো দলের সাথে টুর্নামেন্ট খেলবে সেই বিষয়টি জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নারীদের ওয়ানডে বিশ্বকাপ অংশ নেওয়ার লড়াইয়ে এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশসহ ১০ দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ হিসেবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। আইসিসি নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ থাকায় এই সুযোগ মিলেছে তাদের।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে আরও আট দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের মতো নারী দলগুলোই আটটি করে সিরিজ খেলার সুযোগ পাবে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি করে ওয়ানডে ম্যাচ। সবগুলো ম্যাচই আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের স্বীকৃতি পাবে।
নারী দলগুলো আটটি সিরিজের মধ্যে চারটি খেলবে নিজেদের মাটিতে। বাকি চার সিরিজ খেলবে প্রতিপক্ষের মাঠে।
এরই অংশ হিসেবে ২০২৩-২৫ চক্রে বাংলাদেশে খেলতে আসবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। আর বিদেশে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারলেই বাংলাদেশের সুযোগ মিলবে সরাসরি বিশ্বকাপে খেলা। তা না হলে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। উইমেনস চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শেষ চার দলের সাথে এই বাছাইপর্বে যুক্ত হবে আরো দুই দল।
চলতি বছরের জুনে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ কবে থেকে এই সিরিজ খেলা শুরু করবে বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে ম্যাচগুলো ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর