পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন শাদাব ও নওয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৩ মে ২০২২
পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন শাদাব ও নওয়াজ

নিজ মাঠে জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের জন্য গঠিত দলে ফিরেছেন পাকিস্তানের অল রাউন্ডার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। সোমবার (২৩ মে) ১৬ সদস্যের দল দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান স্কোয়াডে ছিলেন ২৩ বছর বয়সি শাদাব ও ২৮ বছর বয়সি নওয়াজ। তবে ইনজুরির কারণে এরপর দলের বাইরে চলে যান তারা।

৮, ১০ ও ১২ জুন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের পাকিস্তান সফরকালে ওই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সফরকারী শিবিরে কোভিড হানা দেওয়ায় সেটি স্থগিত হয়ে যায়।

পিসিবির বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘নওয়াজ ও শাদাব এখন সুম্পূর্ণ ফিট। ফলে আসিফ আফ্রিদি ও উসমান কাদিরের পরিবর্তে তাদেরকে দলভুক্ত করা হয়েছে। সিরিজ জয়ের লক্ষ্যে আমাদেরকে সেরা দলটি বেছে নিতে হয়েছে।’

১ জুন রাওয়ালপিন্ডিতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে পাকিস্তান ওয়ানডে দল। তবে ক্যাম্পে কিছুটা বিলম্বে দলে যোগ দিবেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব।

পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও জাহিদ মাহমুদ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন মালিঙ্গার খোঁজ পেয়েছে লাহোর কালান্দার্স

নতুন মালিঙ্গার খোঁজ পেয়েছে লাহোর কালান্দার্স

নিয়ম ভেঙে পিসিবির সতর্কবার্তা শুনলেন বাবর আজম

নিয়ম ভেঙে পিসিবির সতর্কবার্তা শুনলেন বাবর আজম

পিসিবিকে ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

পিসিবিকে ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

পিসিবির ভাবনায় লাল ও সাদা বলে ভিন্ন চুক্তি

পিসিবির ভাবনায় লাল ও সাদা বলে ভিন্ন চুক্তি