অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, পাকিস্তানের বাঁচার লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ৩১ মার্চ ২০২২
অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, পাকিস্তানের বাঁচার লড়াই

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে দ্বিতীয় ম্যাচেই জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। তবে সিরিজ রক্ষায় কোন প্রকার ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ বুধবার (৩০ মার্চ) লাহোরে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে।

১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অসিরা। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে ইতিমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টের পর ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হয়েছে তাদের

চার বছর পর ওয়ানডে দলে ফিরে বিধ্বংসী সেঞ্চুরি করেন ওপেনার হিসেবে নামা ট্রাভিস হেড। প্রথম ওয়ানডেতে ৭২ বলে ১০১ রানের ইনিংসের পর বল হাতে ২ উইকেটও নেন তিনি। ফলে ৮৮ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। তবে ১০৩ রানের ইনিংস খেলেও পাকিস্তানকে হার থেকে রক্ষা করতে পারেননি ইমাম উল হক।

ম্যাচ জিতলেও একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছিল অস্ট্রেলিয়ার। ইনজুরি ও করোনা থাবায় সফরে থাকা অস্ট্রেলিয়ার স্কোয়াড গিয়ে দাঁড়িয়েছে ১৩ জনে। তবে সবকিছু ছাপিয়ে একাদশ সাজিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে অসিরা।

দলের এ অবস্থায় ক্রিকেটারদের কৃতিত্ব দিত ভুলেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বলেছেন, “এমন পরিস্থিতিতে জয়ের জন্য পুরো দলকে বাহবা দিতেই হবে। মাঠের বাইরের পরিস্থিতি, সাথে মাঠে সতীর্থদের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। এবার আমাদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে দল।”

এদিকে প্রথম ওয়ানডে হারের জন্য ব্যাটার-বোলার ও ফিল্ডারদের ব্যর্থতাকে দায়ী করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলেছেন, ‘আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি। তাই এমন হার আমাদের প্রাপ্যাই ছিল। আশা করছি, পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়াবো।”

সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় অনেক বেশি গুরুত্ব বহন করছে। প্রথম ওয়ানডেতে জয়ে ১০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে অস্ট্রেলিয়া। আর ১০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে পাকিস্তান। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

লাহোরে দুই যুগ পর রঙিন পোশাকে পাকিস্তান-অস্ট্রেলিয়া

লাহোরে দুই যুগ পর রঙিন পোশাকে পাকিস্তান-অস্ট্রেলিয়া

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

পিসিবি এবং পাকিস্তানি ভক্তদের অতিথেয়তায় মুগ্ধ প্যাট কামিন্স

জুনে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে চায় পাকিস্তান

জুনে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে চায় পাকিস্তান