বিশ্বকাপ ক্রিকেট মানেই ফাইনালে অস্ট্রেলিয়া। হোক সেটা পুরুষ কিংবা নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এবারের নারী বিশ্বকাপেও তার ব্যক্তিক্রম হলো না। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ১৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌছে গেছে মেগ ল্যানিংয়ের দল।
বুধবার (৩০ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম সেমিফাইনালে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচে ম্যাচ ৫ ওভার কমিয়ে নামিয়ে আনা হয় ৪৫ ওভারে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক স্টেফানি টেলর।
ব্যাট করতে নেমে রাচেল হেইনসের ফিফটি ও অ্যালিসা হিলির সেঞ্চুরীতে ভর করে ৪৫ ওভারে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাব দিতে নেমে ৩৭ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হতে থাকেন দুই অজি ওপেনার রাচেল হেইনস ও অ্যালিসা হিলি। দু’জন মিলে উদ্বোধনী জুটিতেই গড়ে ফেলেন দুই শতাধিক রানের জুটি। যা আবার নারীদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটে অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
৩২ দশমিক ৪ ওভারের মাথায় হিলি ১২৯ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। ১০৭ বলে ১৭ চার ও ১ ছক্কার মারে এই ইনিংসটি খেলেন অজি ওপেনার। হিলির বিদায়ের কিছিক্ষণ পর ৮৫ রান করে বিদায় নেন রাচেলও। শেষের দিকে বেথ মুনির ৪৩ রানের ইনিংসে ভর করে ৩০৩ রানের লক্ষ্য দাঁড় করায় অজিরা।
অজিদের ছুঁড়ে দেয়া ৩০৩ রানের লক্ষ্য খেলতে নেমে ক্যারিবীয়দের তিন ব্যাটার ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক স্টেফানি টেলর। ডিয়েন্দ্রা ডটিন ৩৪ ও হেইলি ম্যাথিউস করেন ৩৪ রান।
ক্যারিবীয়দের বাকি ৮ ব্যাটারের ৬ জন দুই অঙ্কের ঘর ছোয়ার আগেই ফিরে গেছেন সাজঘরে। বাকি দুইজন ইনজুরির কারনে ব্যাটিং করতেই নামতে পারেননি। অজিদের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন পাচজন বোলার। দুই উইকেট শিকার করেছেন জেস জনসেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি