ইনজুরির পর পাকিস্তানে অস্ট্রেলিয়া দলে করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ মার্চ ২০২২
ইনজুরির পর পাকিস্তানে অস্ট্রেলিয়া দলে করোনার হানা

পাকিস্তানে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ইনজুরির হানায় ক্ষত-বিক্ষত ছিল অজিরা। ইনজুরির কারণে  দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। এবার করোনার কারণে প্রথম ওয়ানডের আগে ছিটকে গেলেন দুই অজি ক্রিকেটার।

সোমবার (২৮ মার্চ) জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটার জশ ইংলিশ। তাকে ছাড়াই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলো অ্যারন ফিঞ্চের দল।

তবে প্রথম ওয়ানডে শুরুর কিছুক্ষণ আগে মঙ্গলবার (২৯ মার্চ) জানা গেল করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না স্পিনার অ্যাশটন অ্যাগার।

সীমিত ওভারের সিরিজের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন পেসার কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ এবং মিচেল মার্শ। এবার করোনার কারণে ছিটকে গেলেন জশ ইংলিশ ও অ্যাশটন অ্যাগার।

করোনা আক্রান্ত ক্রিকেটারদের বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেখানে করোনা টেস্টে নেগেটিভ এলে তবেই মাঠে ফেরার অনুমতি মিলবে তাদের।

ইনজুরি এবং করোনায় টালমাটাল দলের ক্রিকেটার সংকট রোধ করতে অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়েছে ব্যাটার ম্যাট রেনশকে। কোয়ারেন্টাইন বিধির কারণে দ্বিতীয় ওয়ানডের আগে তাকে দলে পাওয়া যাবে না।

এদিকে প্রথম ওয়ানডের আগে অজি স্কোয়াডে সুস্থ আছেন মোটে ১৩ ক্রিকেটার। এখান থেকে ১১ ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজাতে হবে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

টেস্ট সিরিজ শেষে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ কারণে অজি স্কোয়াডে নেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড এবং ডেভিড ওয়ার্নার। আর নিজের বিবাহ উপলক্ষে ছুটিতে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ দিচ্ছেন ম্যাট রেনশ

পাকিস্তানে অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ দিচ্ছেন ম্যাট রেনশ

ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার

ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারছেন না মার্শ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারছেন না মার্শ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চ্যালেঞ্জিং হবে : জাম্পা