নারী বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারছেন না এলিস পেরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১২ পিএম, ২৯ মার্চ ২০২২
নারী বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারছেন না এলিস পেরি

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলছে অস্ট্রেলিয়া। আসরের শুরু থেকেই দলের জয়ে অবদান রেখে আসছিলেন এলিস পেরি। তবে অজিদের জন্য দুঃসংবাদ হলো, সেমিফাইনালে পেরিকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিষয়টা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং।

ওয়েলিংটনে বুধবার (৩০ মার্চ) সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের খেলায় পিঠে চোট পেয়েছিলেন পেরি। সেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

পেরি বাদ পড়ায় কপাল খুলে গেছে পেস-বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। যিনি তার প্রথম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এবং অপরাজিত ২৬ রান করেছিলেন।

পেরির ইনজুরি নিয়ে ল্যানিং বলেন, ‘দুর্ভাগ্যবশত, তার ফিটনেস প্রমাণ করার জন্য আর সময় নেই। আমরা আগামীকাল তাকে ছাড়াই মাঠে নামবো। টুর্নামেন্টে এগিয়ে গেলে আমরা তার বিষয়টা পরে ভেবে দেখবো।’

পেরির মতো একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের ছিটকে যাওয়াটা দলের জন্য বিরাট ধাক্কা বলে মনে করেন ল্যানিং। তিনি আরও বলেন, ‘বিয়ষটা তার এবং দলের জন্য স্পষ্টতই একটি বড় ধাক্কা। তবে তার জায়গা পূরণ করার জন্য আমাদের হাতে ভালো বিকল্প রয়েছে। তাদের নিয়েই আমাদেরকে মাঠে নামতে হবে।’

এ নিয়ে পেরি দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে পারবেন না। এর আগে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে পারেননি তিনি। সেবার ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি আটকাতে গিয়ে গড়াগড়ির দেয়ার সময় আহত হয়েছিলেন পেরি। তখনি তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। দল জিতে যাওয়ায় আর মাঠে নামেননি তিনি।

ছিটকে যাওয়ার আগে চলতি আসরে ব্যাট বল হাতে সেরা ছন্দে ছিলেন পেরি। ছয় ম্যাচের ছয় ইনিংসে উইকেট নিয়েছেন পাঁচটি। পাশাপাশি ব্যাট হাতে পাঁচ ইনিংসে করেছেন ১৪৬ রান। টানা দুই ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ