টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল পাকিস্তান। যদিও প্রথম দুই টেস্ট ড্রয়ের পর তৃতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। তাতে তৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা। তার মতে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে।
জাম্পার কথা অবশ্য হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই । পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভালোই পরীক্ষা দিতে হবে অজিদের। এই সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না তাদের একঝাঁক তারকাকে।
বিভিন্ন কারণে ওয়ানডে সিরিজ মিস করবেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাজলেউড, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। তার উপর ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ।
তুলনামূলক পাকিস্তান তাদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে সেটা নিয়ে ভাবছেন না জাম্পা। সিনিয়রদের না থাকাটাকে অস্ট্রেলিয়ার জন্য নতুনদের তৈরী করার সুযোগ হিসেবেই দেখছেন এই লেগী।
রোববার (২৭ মার্চ) জাম্পা গণমাধ্যমকে বলেন, ‘এটা কঠিন একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সেই সঙ্গে এটা আমাদের জন্য প্লাস পয়েন্টও। দলের নতুনদের দিয়ে গভীরতা তৈরী করার চেষ্টা করতে হবে।’
সিনিয়ররা না থাকায় দলের চিত্রটা এখন অন্যরকম। বোলিং আক্রমণ সামলানোর জন্য আছেন শেন অ্যাবট এবং বেন ম্যাকডারমেট। ব্যাটিংয়ের জন্য ক্যামেরন গ্রীণ। এছাড়াও অভিষেকের অপেক্ষায় আছেন বেন দ্বারশুইস, নাথান এলিস, জশ ইংলিস এবং মিচেল সোয়েপসন।
জাম্পা মনে করেন, তিন ফরম্যাটের খেলোয়াড়দেরই ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলানো দরকার। তিনি বলেন, ‘আমরা গত দুই বছরে দেখেছি যে অনেক খেলোয়াড়ই মাঝে মাঝে কঠিন অবস্থায় পড়ে। এই যেমন কামিন্স, ওয়ার্নার, স্মিথ। তাদের বিশ্রাম দরকার।’
২৯ বছর বয়সী এই লেগ-স্পিনার আরও বলেন, ‘যখন আপনার দলে অনেকগুলো অনভিজ্ঞ খেলোয়াড় থ্যাকবে তখন মাঠে নামা কঠিন হয়ে যাবে। এটা একটা চ্যালেঞ্জ। আমাদের জন্য সিরিজটা তাই খুব গুরুত্বপূর্ণ। সিরিজটা জিততে পারলে চমৎকার অভিজ্ঞতা হবে।’
২৯ মার্চ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ৩১ মার্চ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে পরের দুইটি ওয়ানডে। তিনটি ম্যাচের ভেন্যু-ই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
স্পোর্টসমেইল২৪/এএইচবি