নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন স্পিনিং অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তবে ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না কিউইরা। করোনা আক্রান্ত হওয়ায় দল থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় বদলি হিসেবে নেয়া হয়েছে জর্জ ওয়ার্কারকে।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড এখন অকল্যান্ডে। ওয়ানডে সিরিজ খেলে নেপিয়ার থেকে অকল্যান্ডে আগমনের একদিন পর চ্যাপম্যানের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তখনি তাকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়।
র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ হন চ্যাপম্যান। চ্যাপম্যান আক্রান্ত হলেও দলের বাকিরা সুস্থ আছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।
চ্যাপম্যানের করোনা আক্রান্ত হওয়া নিয়ে স্টেড বলেন, ‘এটি মার্কের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা সবাই তার ব্যাপারটা অনুভব করছি। স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ পরীক্ষা করার ক্ষেত্রে তিনি সঠিক কাজটিই করেছিলেন।’
চ্যাপম্যানের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন জর্জ ওয়ার্কার। সর্বশেষ ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে খেলেছিলেন ওয়ার্কার। সোমবার অনুশীলনের আগে দলের সাথে যোগ দেবেন তিনি।
দলে ওয়ার্কারের অন্তর্ভুক্ত সম্পর্কে স্টেড বলেন, ‘ব্ল্যাক ক্যাপসের মাঝে ফিরে আসা জর্জের জন্য এটি একটি আনন্দপূর্ণ সময়। ফোর্ড ট্রফিতে তার শক্তিশালী ফর্মের পরে তিনি দলে ডাক পাওয়ার যোগ্যই ছিলেন।’
২৯ মার্চ (মঙ্গলবার) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ এপ্রিল হ্যামিল্টনের সেডন পার্কে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি