বাংলাদেশ নারী দলের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডান-হাতি ব্যাটার ফারজানা হক। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হওয়া ম্যাচে ৮ রান করেন ফারজানা। এ ইনিংসের সুবাদে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেন ফারজানা।
বাংলাদেশের হয়ে প্রথম হলেও বিশ্বের ১০২তম খেলোয়াড় হিসেবে ৪৭ ম্যাচের ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করলেন ফারজানা হক। ২০১১ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার।
ক্যারিয়ােরের প্রথম ম্যাচে ১৩ রান করেছিলেন ফারজানার। এরপর দেশের হয়ে দীর্ঘ দিন ধরেই খেলছেন ফারজানা। ওয়ানডে ক্যারিয়ারে ৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।
২৪ দশমিক ৪৬ ব্যাটিং গড়ে এবং ৫০ দশমিক ৫৫ স্ট্রাইক রেটে ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। চলমান বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে এ ইনিংস খেলেন বাংলাদেশ দলের এ নারী ক্রিকেটার।
দেশের হয়ে ৭২ টি-টোয়েন্টিতে ১০৬৪ রান রয়েছে ২৯ বছর বয়সী ফারজানার। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১ হাজার রান ক্লাবের সদস্য হলেন ফারজানা।
স্পোর্টসমেইল২৪/আরএস