তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৫ মার্চ ২০২২
তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

বৃষ্টির কারণে খেলা দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছিল ৪৩ ওভারে। ওয়েলিংটনে বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে, স্টাম্পে রাখা সম্ভব ছিল না বেল। তবুও চললো খেলা। বাতাসের বিপরীতে ব্যাট হাতে স্বল্প রানের সংগ্রহ গড়লেও বল হাতে লড়াই করেন মেয়েরা। তবে ষষ্ঠ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটির কাছে হার মানে বাংলাদেশ। অস্ট্রেলিয়া মেয়েদের বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল টাইগ্রেসরা।

শুক্রবার (২৫ মার্চ) নারী ওয়ানডে বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট করতে নামে বাংলাদেশের মেয়েরা।

ওয়েলিংটনে বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। শুধু তাই নয়, বৃষ্টি থামলেও নিউজিল্যান্ডের আকাশে ছিল অতি মাত্রায় বাতাস। যার কারণে পুরো ম্যাচ স্টাম্পের উপর বেল না রেখেই খেলা চালিয়ে যান দুই ফিল্ড আম্পায়ার।

সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেন লতা মন্ডল। দুই ওপেনার খুরশিদা খাতুন এবং শারমিন আক্তারের ব্যাট থেকে যথাক্রমে ১২ ও ২৪ রান আসে।
sportsmail24
ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন সিঙ্গেল ডিজিটের ঘরে। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮ ও ৭ রান। এছাড়া রুমানা আক্তার ১৫ এবং সালমা খাতুন ১৫* এবং নাহিদা আক্তার ৩ রানে অপরাজিত ছিলেন।

ব্যাট হাতে স্বল্প পূঁজি নিয়েও অস্ট্রেলিয়া মেয়েদের বল হাতে কোণঠাসা করে ফেলেন বাংলাদেশের মেয়েরা। দলীয় ৭০ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নেন সালমা খাতুনরা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৬৬ রানে ৩১.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অজি নারীরা। এর মাঝে ক্যাচ দিয়ে জীবন পাওয়ায় আর উইকেট হারাতে হয়নি তাদের।

এ হারে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশের মেয়েরা। ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের উপরে ৭ নম্বরে রয়েছে নিগার সুলতানারা। বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার (২৭ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ

সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়কের কণ্ঠে আক্ষেপ