ঐতিহাতিক সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৫৫ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২২
ঐতিহাতিক সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৫৫ রান

টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজ নিধারণী ম্যাচে ১৫৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।

বুধবার (২৩ মার্চ) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করলেও সিরিজ নির্ধারণী এ ম্যাচে বোলিং করতে নামে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিলেও তৃতীয় ম্যাচে পাল্টে যায় হিসেব-নিকেস। ব্যাট করতে নেমে পাওয়া-প্লেতেই ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কক-কে (১২) ফেরান মিরাজ।

মিরাজের পর কাইল ভেরেইনকে (৯) ফিরিয়ে দিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন সানকিন আহমেদ। মাঝে এক ওভার পর আবারও বোলিংয়ে এসে দ্বিতীয় শিকারে ওপেনার জানেমান মালানকে (৩৯) ফেরান তাসকিন। ইনিংসের ১৫তম ওভারে টাইগার পেসার তাসকিনের দ্বিতীয় শিকারে ৬৯ রানের তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শিবিরে পরের ওভারেই আঘাত হানেন সাকিব আল হাসান। ১১ বলে ২ রান করা অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান সাকিব। এরপর ১৯তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকা শিবিরে পঞ্চম আঘাত হানেন শরিফুল ইসলাম। রাসি ভ্যান ডার ডুসেনকে (৪) ফিরিয়ে দেন তিনি। ফলে ১৮.১ ওভারে দলীয় ৮৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের ২৫তম ওভারে বল করতে এসে আবারও উইকেট শিকার করেন তাসকিন। ওভারের তৃতীয় বলে ডোয়াইন প্রিটোরিয়াসকে (২০) ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার আবারও ধস নামান তিনি। ২৯তম ওভারে নিজের পঞ্চম উইকেট শিকার করেন তাসকিন। ডেভিড মিলারকে (১৬) ফিরিয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তাসকিন।

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে বল হাতে শিকার করেছিলেন ২৮ রানে পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ওটা এখনো তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ইনিংস। তাসকিনের ৫ উইকেট শিকারে ১২২ রানে ৭ উইকেট হারিয়ে দেশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা।

পরপর উইকেট হারিয়ে খাদের কিনারা পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ১২৬ রানে অষ্টম, ১৪৪ রানে নবম এবং ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে ১৫৪ রানে শেষ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে তাসকিনের পাঁচ উইকেট ছাড়া সাকিব আল হাসান ২টি এবং শরিফুল ও মিরাজ একটি করে উইকেট শিকার করেন। তবে ৭ ওভার বল করে সবচেয়ে কম রান দিলেও উইকেট পাননি মোস্তাফিজুর রহমান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী