তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে দাপুটের সাথে ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে'র ১০ ওভারে রান তুলতেই ৩ ব্যাটারকে খুইয়েছে বাংলাদেশ। তাদের মধ্যে প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ফিরেছেন খালি হাতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করলেও জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে অধিনায়কের নেওয়া সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেননি না টাইগার ব্যাটাররা।
ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪১ রান করা অধিনায়ক তামিম ইকবাল চার বলে ব্যক্তিগত এক রানের সংগ্রহ নিয়ে সাজঘরে ফিরেন।
লিটন কুমার দাসের সাথে দ্বিতীয় উইকেট জুটিকে হতাশ করেন ঐতিহাসিক জয় পাওয়া ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ৭৭ রান করা সাকিব ফিরেন খালি হাতে। ৬ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফলে ৩.৩ ওভারে দলীয় ৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
পর পর দুই হারানোর বাংলাদেশের পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আরও একটি উইকেট হারাতে হয়েছে। প্রথম ম্যাচে ৫০ করা লিটন দাস ফিরেন ব্যক্তিগত ১৩ রানে। ২১ বলে ৩টি চারের মারে লিটন সাজঘরে ফিরলে অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ২৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এর প্রথম পাওয়ার প্লে বাকি ওভারে ৭ রান তুলে ইয়াসির আলি রাব্বি এবং মুশফিকুর রহিম। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩০ রান। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং তোপে এ জুটিও বেশি দূর যেতে পারেনি।
দলীয় ৩৪ রানে ইয়াসির আলি (২) এবং দলীয় স্কোরে কোন রান যোগ রা হলেও পরের ওভারে সাজঘরে ফিরেন মুশফিক (১২)। ১৩ ওভারের চতুর্থ বলে দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/আরএস