দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে নামিয়ে দিয়ে ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ। তবে সিরিজ জিতলে রেটিয় পয়েন্ট বাড়লেও র্যাংকিং পরিবর্তন হবে না।
বর্তমানে ৯১ রেটিং নিয়ে র্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতলে এখনো রেটিংয়ের আপডেট হয়নি। বাংলাদেশের উপরেই ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে পাকিস্তান। আর ১০৫ রেটিং নিয়ে পঞ্চমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে (হোয়াইটওয়াশ) বাংলাদেশের রেটিং হবে ৯৬। সেক্ষেত্রে পাকিস্তানকে নিচে নামিয়ে দিয়ে ষষ্ঠস্থানে উঠে যাবে টাইগাররা। আর ৯৩ রেটিং নিয়ে বর্তমানে ষষ্ঠস্থানে থাকা পাকিস্তান নেমে যাবে বাংলাদেশের নিচে।
বাংলাদেশের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হলেও পঞ্চমস্থানেই থাকবে দক্ষিণ আফ্রিকা। তবে তারা ৬ রেটিং হারাবে। তখন প্রোটিয়াদের রেটিং হবে ৯৯। অর্থাৎ বাংলাদেশের চেয়ে ৩ রেটিং বেশি থাকবে তাদের।
এছাড়া সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। তবে বর্তমানে ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে থাকা পাকিস্তানের সমান রেটিং হবে টাইগারদের। রেটিয় সমান হলেও ভগ্নাংশের হিসেবে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। সেক্ষেত্রে তালিকায় নিচে থাকলেও পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলে যাবে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলে ১ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৯০ রেটিং নিয়ে সপ্তম স্থানেই থাকবে টাইগাররা। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হতো বাংলাদেশ, তাহলে ৩ রেটিং হারাতো বাংলাদেশ। তবে সেটি আর হচ্ছে না। কারণ সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ জয়ের আশা করছে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১২১ রেটিং নিয়ে বর্তমানে শীর্ষে আছে নিউজিল্যান্ড। দুই এবং তিন নম্বরে থাকা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার রেটিং যথাক্রমে ১১৯ এবং ১১৬। ৬৮ রেটিং নিয়ে তালিকার দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।
স্পোর্টসমেইল২৪/আরএস