ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৯ মার্চ ২০২২
ভারতের মেয়েদের হারিয়ে অস্ট্রেলিয়ার ‘পাঁচে পাঁচ’

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মেয়েদের জয়রথ ছুটেই চলছে। একের পর এক জয়ের পথে এবার ভারতকে হারিয়ে তারা তুলে নিলো আসরের পঞ্চম জয়। ভারতকে ৬ উইকেটের ব্যবধানে হারানোর মধ্যে দিয়ে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে অপরাজিত রইলো মেগ ল্যানিংয়ের দল।

আসরের ১৮তম ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলতে সক্ষম হয় ভারত। ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৯ দশমিক ৯ ওভারেই জয়ের লক্ষ্য পৌছে যায় অজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেননি স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। মান্ধানা ১০ ও শেফালি ফিরে যান ১২ রান করে। দ্রুতই দুই ওপেনারের বিদায়ে দলের হাল ধরেন যশতিকা ভাটিয়া ও অধিনায়ক মিতালি রাজ।

দু’জন মিলে তৃতীয় উইকেটে গড়ে দিয়ে যান ১৩০ রানের জুটি। দলীয় ১৫৮ রানের মাথায় ৫৯ রান করে যশতিকা আউট হলে ভাঙ্গে এই জুটি। দলীয় রান ১৮৬ রেখে মিতালিও ৬৮ রান করে আউট হলে আবারও শঙ্কা ঘিরে ধরে ভারতকে।

সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ভারতকে ২৭৭ পর্যন্ত নিয়ে যান হারমানপ্রীত কাউর ও পূজা ভাস্ত্রকর। কাউর ৪৭ বলে ৬ চারে অপরাজিত থাকেন ৫৭ রান করে। পূজা খেলে যান ২৮ বলে ৩৪ রানের ইনিংস। তাতেই ২৭৭ রানের লড়াকু পুজি পায় ভারত।

২৭৮ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২১ রান তুলে ফেলেন দুই ওপেনার রাচেল হেইনস ও অ্যালিসা হিলি। এরপর তৃতীয় উইকেটে আরেকটা শতরানের জুটি গড়েন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি পেরি। তাতেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া।

হেইনস করেন ৪৩ রান। হিলি খেলেন ৭২ রানের ইনিংস। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও ৯৭ রানের ইনিংসে দলকে জয়ের ভীত গড়ে দেন ল্যানিং। পেরি খেলে যান ২৮ রানের কার্যকরী ইনিংস। ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেগ ল্যানিং।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাঙার ম্যাচে ভারতীয় মেয়েদের বড় জয়

বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাঙার ম্যাচে ভারতীয় মেয়েদের বড় জয়

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ