ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ মার্চ ২০২২
ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে এসেছিল ইংল্যান্ডের মেয়েরা । তবে সে আশায় গুঁড়েবালি! ব্যালেন্সড দল নিয়েও প্রথম তিন ম্যাচ টানা হেরে পরাজয়ের হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিল তারা। অবশেষে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ইংলিশ মেয়েরা। ৪ উইকেটের ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে ভারতকে।

টস হেরে ব্যাটিং করতে নেমে বিপদে পড়ে ভারত। ইংলিশ মেয়েদের বোলিং তোপে ৩৪ দশমিক ২ ওভারেই ১৩৪ রানে অলআউট হয়ে যায় মিতালি রাজের দল। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১ দশমিক ২ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় ইংল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে ভারত। এক প্রান্তে স্মৃতি মান্ধানা আগলে রাখলেও অন্য প্রান্তে চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। তাতে ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারতীয় মেয়েরা।

সেখান থেকে মান্ধানা, রিচা ঘোষ ও ঝুলন গোস্বামীর তিনটি ইনিংসে চড়ে কোনোমতে ১৩৪ রান অবধি পৌছাতে পারে ভারত। মান্ধানা ৩৫, রিচা ৩৩ ও গোস্বামী করেন ২০ রান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন চার্লি ডিন।

১৩৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ইংল্যান্ডও শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়। দুই ওপেনারই বিদায় নেন ১ রান করে। এটুকুই! এরপরের গল্পটা অধিনায়ক হেদার নাইট ও চারে নামা ন্যাট স্কিভারের।

এই দু’জনের ব্যাটে ভর করে অনায়সেই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ইংল্যান্ড। নাইট অপরাজিত থাকেন ৭২ বলে ৫টি চারের মারে ৫৩ রানে। স্কিভার খেলে যান ৪৬ বলে ৫ চারে ৪৫ রানের ইনিংস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস গড়লো বাংলাদেশ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক