১৬ জুন চিরপ্রতিপক্ষ পাকিস্তান-ভারত লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ এপ্রিল ২০১৮
১৬ জুন চিরপ্রতিপক্ষ পাকিস্তান-ভারত লড়াই

আগামী বছরের ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার এখবর জানিয়েছেন।

লন্ডনে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিসিসিআই চাইছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন সময় রাখতে। যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। আইসিসির কার্যকরী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে গতকাল মঙ্গলবার।

আগামী বছর আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ফাইনাল হবে ১৯ মে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথমে ঠিক ছিল ৪ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর ১৬ জুন ম্যাঞ্চেস্টারে হবে ক্রিকেটের মহা ডার্বি।

এর আগে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’‌বারই জিতেছিল ভারত। বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও শেষ ওভারে মোস্তাফিজদের হার

আবারও শেষ ওভারে মোস্তাফিজদের হার

সাকিবদের হারিয়ে শীর্ষে উঠলো চেন্নাই

সাকিবদের হারিয়ে শীর্ষে উঠলো চেন্নাই

প্রথম শ্রেণির ক্রিকেটে ইশান্তের প্রথম

প্রথম শ্রেণির ক্রিকেটে ইশান্তের প্রথম

১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার