বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাঙার ম্যাচে ভারতীয় মেয়েদের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১২ মার্চ ২০২২
বিশ্বকাপে নিজেদের রেকর্ড ভাঙার ম্যাচে ভারতীয় মেয়েদের বড় জয়

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারতের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের তারা হারিয়ে দিয়েছে ১৫৫ রানের ব্যবধানে। এর আগে প্রথমে ব্যাট করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের গড়া সর্বোচ্চ রানের স্কোর ভেঙে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় মেয়েরা।

বুধবার (১১ মার্চ) নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হন দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং যশতিকা ভাটিকা।

দু’জন মিলে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৪৯ রান। ৩১ রান করে ভাটিকা বিদায় নিলেও এক প্রান্ত আগলে থেকে যান মান্ধানা। ভাটিকার বিদায়ের পরই খুব দ্রুত বিদায় নেন অধিনায়ক মিতালি রাজ এবং দীপ্তি শর্মাও।

এরপরের গল্পটা মান্ধানা এবং হারমানপ্রীত কাউরের। দু’জন মিলে চতুর্থ উইকেট জুটিতে লন্ডভন্ড করে ফেলেন ক্যারিবীয় বোলিং লাইনআপ। ১৭৪ বলে গড়েন ১৮৪ রানের জুটি। ৪৩তম অভারে মান্ধানা বিদায় নিলে ভাঙ্গে এই জুটি।

বিদায় নেয়ার আগে ১১৯ বলে ১৩ চারে ও ২ ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যান মান্ধানা। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে হারমানপ্রীত খেলেন ১০৯ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কার মার।

মান্ধানা ও হারমানপ্রীতের ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩১৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। এটাই বিশ্বকাপে ভারতীয় মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ।

এই রান তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ক্যারিবীয় ওপেনার ডিয়েন্দ্রা ডটিন ও হেইলি ম্যাথিউস। দু’জন মিলে শুরুতেই শতরানের জুটি গড়ে জয়ের পথ দেখান দলকে। তবে এই দু’জন আউট হতেই পথ হারিয়ে ফেলেন বাকি ব্যাটাররা।

বাকি নয় ব্যাটারের মধ্যে সাত জনই বিদায় নেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগে। আর তাতেই ৪০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬২ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। হার মেনে নেয় ১৫৫ রানের বিশাল ব্যবধানে।

এই জয়ের ফলে তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করেছে ভারত। সমান করে চার পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা

বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

মেয়ে ফাতিমাকে ফিফটি উৎসর্গ করলেন বিসমাহ

নারী ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্বের ‘নতুন রেকর্ড’ মিতালি রাজের

নারী ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্বের ‘নতুন রেকর্ড’ মিতালি রাজের

নারী বিশ্বকাপে আম্পায়ারের ভুলে ‘৭ বলে’ ওভার

নারী বিশ্বকাপে আম্পায়ারের ভুলে ‘৭ বলে’ ওভার