ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ফিটনেস সমস্যায় দলে সুযোগ হয়নি এনরিচ নর্টি ও সিসান্দা মাগালার। তবে আইপিএলে দল পেয়েছেন এমন আটজনকে রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে।
চলকি মার্চের ৮ থেকে ২৩ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানড। সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে অনুষ্ঠিত এই তিন ম্যাচে খেলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে খেলতে পারবেন না দেশটির আট ক্রিকেটারা। যারা ইতিমধ্যে আইপিএলে দল পেয়েছেন।
আইপিএল শুরুর মাত্র তিন দিন আগে শেষ হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ। আইপিএলের জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশ করার আগে সকল খেলোয়াড়দের তিন দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে খেলোয়াড়রা যদি অন্য বাবল থেকে আসে সেক্ষেত্রে নিয়ম শিথিল করা হবে।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজটি অনুষ্ঠিত হবে ‘ম্যানেজড পরিবেশে’। যা জৈব-সুরক্ষা বলয়ের চেয়েও বেশি স্বস্তিদায়ক। খেলোয়াড়দের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। খেলোয়াড়রা চাইলে যেতে পারবেন শপিং মলেও। ফলে আইপিএলে খেলতে হলে কোয়ারেন্টাইন পালন করতেই হবে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আইপিএলে দল পাওয়া দক্ষিণ আফ্রিকার আট ক্রিকেটার হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) দল নির্বাচনের আহ্বায়বক ভিক্টর এম্পিটসাং বলেছেন, ‘ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা, যারা টেস্টে খেলছে না তারা সম্ভবত ওয়ানডে সিরিজের পর আইপিএলে চলে যাবে। কয়েক দিনের মধ্যে টেস্ট দলে থাকা ছয় খেলোয়াড়ের বিষয় আমরা স্পস্ট ধারণা পাব।’
রাবাদা, এনগিডি, ডুসেন, মার্করাম, জানসেন এবং নর্টি -এরা দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিকল্পনার অংশ। তবে ইনজুরির কারণে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি সিরিজে তারা খেলেননি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]