বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা।
মঙ্গলবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্কোয়াড ঘোষণা করা হয়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ মার্চ (শুক্রবার)।
তিনটি ওয়ানডে ছাড়াও দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগ এবং টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
১৮ মার্চ প্রথম ওয়ানডের পর ২০ মার্চ দ্বিতীয় এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। ওয়ানডে ও টেস্ট সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, সারি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইন্নে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]