ঘরের মাঠে চলমান আফগানিস্তান সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ পেসার খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের অংশ।
দক্ষিণ আফিরকার বিপক্ষে এ সিরিজকে সামনে রেখে চলতি বছরের ১২ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর ছয় দিন পর ১৮ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দারুণ ছন্দে আছে টাইগাররা। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। এদিকে দক্ষিণ আফ্রিকাও আছে ছন্দে। সর্বশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ভারতকে হারিয়েছ তারা।
দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। দলের অন্তর্ভুক্ত করা হয়েছে বাড়তি এক পেসার। আর সেই সুযোগ পেয়েছেন টেস্ট দলের নিয়মিত মুখ খালেদ আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন খালেদ। খুলনার হয়ে সাত ম্যাচে শিকার করেছিলেন ১০ উইকেট। বিপিএলের এই পারফর্মেন্সের জন্যই মূলত দলে ডাক পেয়েছেন তিনি।
এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন খালেদ। এ সময় খালেদের শিকার ২৯ দশমিক ০৮ গড়ে ৫০ উইকেট। টেস্ট দলে দীর্ঘদিন ধরে খেললেও বলার মতো কোনো সাফল্য নেই তার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিন টেস্ট খেলেছেন খালেদ আহমেদ। শিকার করেছেন মাত্র এক উইকেট। এবার রঙিন পোশাকে নিজেকে রাঙাতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো. মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]