আইসিসি ওয়ানডে ব্যাটার র্যাংকিং তালিকায় তিন ধাপ এগিয়ে ৩২তম স্থানে ওঠে এসেছেন বাংলাদেশ ওপেনার লিটন কুমরা দাস। ৫৯২ রেটিং নিয়ে এটাই লিটনের ক্যারিয়ার সেরা র্যাংকিং। তবে পিছিয়ে গেছেন মুশফিকুর রহিম-তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ।
সদ্য সমাপ্ত আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৭৪ দশমিক ৩৩ গড়ে মোট ২২৩ রান করেছেন লিটন। দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন লিটন। তৃতীয় ওয়ানডেতে লিটনের ৮৬ রানের পরও ম্যাচ হেরেছে বাংলাদেশ।
লিটনের উন্নতি হলেও র্যাংকিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। সিরিজে ১টি হাফ-সেঞ্চুরিসহ ৯৬ রান করেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৭১০ রেটিং নিয়ে আইসিসি র্যাংকিংয়ের ১৩তম স্থানে মুশফিক। ব্যাটার তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন তিনিই।
৬২৯ রেটিং নিয়ে আগের ২৫তম স্থানেই আছেন সাকিব আল হাসান। দুই ধাপ পিছিয়ে ৬৪৭ রেটিং নিয়ে ২৩তম স্থানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ৫ উইকেট নেন সাকিব। তারপরও বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ১২তমস্থানে নেমে গেছেন সাকিব। ৬৩৬ রেটিং তার।
সিরিজের ৪ উইকেট নেওয়া পেসার মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে ১৬তম স্থানে আছেন। তার আছে ৬২৩ রেটিং। ৩ উইকেট শিকার করা মেহেদি হাসান মিরাজের এক ধাপ অবনতি হয়েছে। ৬৭৫ রেটিং নিয়ে সপ্তমস্থানে মিরাজ।
এছাড়া সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আফগানিস্তানের রশিদ খান। ৫ উইকেট নিয়েছেন তিনি। ছয় ধাপ এগিয়ে র্যাংকিংয়ের নবম স্থানে উঠেছেন রশিদ। ৬৫০ রেটিং নিয়ে নবমস্থানে রশিদ।
ওয়ানডে র্যাংকিংয়ের বোলারদের তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৭৩৭ রেটিং আছে তার। ৮৭৩ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৪শ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]