প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৮১ রান করেছেন শারমিন আকতার।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে প্রথমে ব্যাটিং পাঠায় বাংলাদেশ নারী দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১০ রানের পহাড়সহ স্কোর গড়ে ইংলিশ নারীরা।
দলের পক্ষে ন্যাট সিভার সর্বোচ্চ ১০৮ রান করেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার ৩টি, সুরাইয়া আজমিন-রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নেন রুমানা আহমেদ-লতা মন্ডল।
৩১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তিন নম্বরে নামা শারমিন আকতার একপ্রান্ত আগলে রেখে বড় ইনিংস খেলেন। ১৩৭ বল খেলে ৪টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন তিনি। তবে বাকিদের মধ্যে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। দলের আর কোন ব্যাটাররা ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ৪৯ দশমিক ৪ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ১২তম ওয়ানডে বিশ্বকাপ। নারীদের ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো খেলতে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপের উদ্বোধনীদের দিনের দ্বিতীয় দিন ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর আরও ৬টি ম্যাচ খেলবে তারা। টুর্নামেন্টের প্রথম রাউন্ড হবে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা চার দল খেলবে সেমি ফাইনালে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার মধ্যে একটি শেষ হওয়ায় বাকি প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মার্চ, পাকিস্তানের বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]