হোয়াইটওয়াশ ‘দূরের বিষয়’, বড় হারে সিরিজ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
হোয়াইটওয়াশ ‘দূরের বিষয়’, বড় হারে সিরিজ শেষ করলো বাংলাদেশ

সিরিজ শুরুর আগেই অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন ‘হোয়াইটওয়াশ দূরের ব্যাপার, আগে সিরিজ জিততে চাই’। তামিমের সেই চাওয়া পূরণ হয়েছে প্রথম দুই ম্যাচেই। তবে সিরিজ জয়ের পর হোয়াাইটওয়াশ লক্ষ্যে ম্যাচে লজ্জা পেল বাংলাদেশ। সফররত আফগানিস্তনের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ওপেনার লিটন দাসের ৮৬ রানের ইনিংসের পরও ১৯২ রানে বাংলাদেশ গুটিয়ে যায় ৪৬ দশমিক ৫ ওভারে।

প্রথম দুই ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়ে সিরিজ খোয়ানো আফগান ব্যাটারা আজ জানান দিয়েছিলেন নিজেদের। বাংলাদেশকে স্বল্প রানে (১৯২) আটকে রাখার পর মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

শেষ ম্যাচে আফগানিস্তান জয় পাওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হলো। এর আগে ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত দুই দলের প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটিও ২-১ ব্যবধানে শেষ হয়েছিল।

সিরিজের শেষ ম্যাচে হেরে যাওয়ায় আইসিসি সুপার লিগের আরও ১০ পয়েন্ট পাওয়া, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা ও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ওঠার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। তবে সুপার লিগের ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ হারে ১০০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বাংলাদেশ।

বাংলাদেশ না পারলেও সিরিজের শেষ ম্যাচ জিতে ১০ পয়েন্ট পাওয়ায় সুপার লিগে সপ্তম থেকে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ৭০ পয়েন্ট আফগানদের। ১৫ ম্যাচে ইংল্যান্ড ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারত।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়েলও এবার আর তা পারেননি তামিম-সাকিবরা।

ওপেনিংয়ে সতীর্থ লিটন দাসের সাথে ১০ দশমিক ১ ওভারে চলতি সিরিজে সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন তামিম। এরপর ২০তম ওভারে নিজের ৫০তম ওয়ানডেতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। হাফ-সেঞ্চুরিতে পা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেন লিটন।

লিটন-সাকিব জুটি ভাঙেন আফগানিস্তানের ডান-হাতি পেসার আজমতুল্লাহ ওমারজাই। ৩টি চারে ৩৬ বলে ৩০ রান করে ফিরেন সাকিব। সাকিবের উইকেট পতনে বিপদ বাড়ে বাংলাদেশের। ৪ রানের ব্যবধানে বাংলাদেশের দুই মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলিকে শিকার করেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

ইয়াসিরকে আউট হরে ৮০তম ওয়ানডেতে ১৫০তম শিকার পূর্ণ করেন রশিদ। দ্রুত ১৫০ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি। এরপর মুশফিক-ইয়াসিরের আউট হলেও নিজের ইনিংস বড় করার পথে ছিলেন লিটন। তবে ৩৬তম ওভারে মোহাম্মদ নবির বল স্লগ সুইপ করতে গিয়ে বল আকাশে তুলে দেন লিটন। লং অন থেকে দৌড়ে দারুণ ক্যাচ নেন নাইব। ১১৩ বলে ৭টি চারে গড়া ৮৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে লিটনের।

দলীয় ১৫৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন লিটন। এরপর আফগানিস্তানের বোলারদের দৃঢ়তায় ও নিজেদের ভুলে বাকি ৫ উইকেট ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৪৬ দশমিক ৫ ওভারে ১৯২ রানে অলআউট হয় টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়াতে ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রহমতউল্লাহ গুরবাজ। ৩৯তম ওভারে ৯ ম্যাচের ক্যারিয়ারেই তৃতীয় সেঞ্চুরি হাকান তিনি।

২০২১ সালের জানুয়ারিতে নিজের অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি করেছিলেন গুরবাজ। আবু ধাবির মাঠে ওই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। একই মাসে দোহাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান গুরবাজ। আর এবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তুলে নেন তৃতীয় সেঞ্চরি।

সেঞ্চুরির পর ৪১তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন গুরবাজ। ১১০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১ রানে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশের মিরাজ ৩৭ রানে ২টি ও সাকিব ৪৭ রানে ১টি উইকেট নেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

আফগান সিরিজে পুরো পয়েন্ট না পেয়ে হতাশ তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

একই বোলার, একই ভুল, হতাশ করলেন তামিম

‘ডট বল’ খেলাও গেম প্লানিংয়ের অংশ: মেহেদী মিরাজ

‘ডট বল’ খেলাও গেম প্লানিংয়ের অংশ: মেহেদী মিরাজ

ব্যাটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবো না: জেমি সিডন্স

ব্যাটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবো না: জেমি সিডন্স