তিন ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে দারুণ কিছু অর্জন হবে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে আফগানিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। একই সাথে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে হটিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়ে তামিম-সাকিবরা।
ওয়ানডে র্যাংকিংয়ের ষষ্ঠস্থানে জায়গা পেতে হলে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে প্রাথমিক কাজ সেরে ফেরেছে টাইগাররা। এখন তৃতীয় ম্যাচ জিতলেই আফগানদের হোয়াইটওয়াশ সম্পন্ন হবে এবং ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ।
বর্তমানে ৯৩ রেটিং নিয়ে র্যাংকিংয়ের সপ্তম স্থানে আছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং ছিল ৯১। দুই ম্যাচ জয়ে আরও ২ রেটিং পেয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। ষষ্ঠস্থানে থাকা পাকিস্তানেরও ৯৩ রেটিং। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান।
আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। সেক্ষেত্রে পাকিস্তানকে হটিয়ে ষষ্ঠ স্থানে উঠবে টাইগাররা। আর ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে নেমে যাবে পাকিস্তান। তবে সিরিজ ২-১ ব্যবধানে শেষ হলে সপ্তম স্থানেই থেকে যাবে বাংলাদেশ। কারণ, টাইগারদের রেটিং ৯১ই থাকবে।
আসিসি ওয়নাডে র্যাংকিংয়ে ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দুই নম্বরে থাকা ইংল্যান্ড ক্রিকেট দলের রেটিং ১১৯। আর ১১৬ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
এদিকে, ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ইতিমধ্যে আইসিসি সুপার লিগের ১০০ পয়েন্ট অর্জন করেছে। এর পয়েন্ট অর্জনের মধ্য দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলকে সরিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেয়ে সুপার লিগে বাংলাদেশের পয়েন্ট ১১০।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]