আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটিতে অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাস ও মুশফিকের ব্যাটে বড় সংগ্রহ গড়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন খেলায় মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন ক্রিকেটারদের পুরস্কৃত করার প্রতিশ্রুতি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফররত আফগানিস্তান ক্রিকেট দলকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের এই দ্বিতীয় ম্যাচটি ঢাকা থেকে টিভিতে সরাসরি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য জানান। মাঠে বসে খেলা দেখা বিসিবি সভাপতি বের হয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিভিতে পুরো ম্যাচ দেখেছেন। বাংলাদেশের খেলা দেখে তিনি অত্যান্ত খুশি। আমাকে পাঁচবার কল করেছেন।
নাজমুল হাসান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, ‘খুবই ভালো খেলছে’। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।”
বিসিবি সভাপতি আরও বলেন, “পরে যখন ফোন করলেন, বলেছেন, ‘কষ্ট করে ক্যাচ ধরলো ওর নামটা কি? ওকে (মাহমুদুল হাসান জয়) তো আমার পুরস্কার দিতে হবে। এতো সুন্দর ক্যাচ ধরেছে।’ মানে তিনি পুরাটা সময় খেলা দেখেছেন। দারুণ উপভোগ করেছেন। আমরা অত্যন্ত খুশি।”
দেশের ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর এমন ভালোলাগা সকলের জন্যই ভালো বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেন, “আমার জন্য তো অবশ্যই, এটা সবার জন্যই খুশির বিষয়। আপনি ভাবতে পারেন? তিনি একবার দুইবার নয়, পাঁচবার ফোন করে খোঁজ নিয়েছেন। পুরো খেলাটি তিনি দেখেছেন।”
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা এ ম্যাচ দিয়ে আইসিসি সুপার লিগের টেবিলে পূর্ণ ১শ’ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। সেই সাথে ইংল্যান্ড ক্রিকেট দলকে পিছনে ফেলে শীর্ষে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]